ঢাকা: শিরোপা আনন্দে ভাসছে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা জয়ের খরা কাটিয়েছে দলটি। তবে বিশ্বকাপের হিসেব করলে আগামী আসর পর্যন্ত এই অপেক্ষা হবে ৩৬ বছরের। সবশেষ ১৯৮৬ সালে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
ফাইনাল ম্যাচের ২২ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে ব্রাজিলের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন ডি মারিয়া। বুদ্ধিদীপ্ত চিপ শটে ব্রাজিল গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে দলকে এগিয়ে দেন এ তারকা ফরোয়ার্ড। এই গোলে নিশ্চিত হয় শিরোপা।
এদিকে ফুটবল বিশ্বকাপে ১৯৯০ ও ২০১৪ সালের আসরে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। তবে এবার শিগগিরই বিশ্বকাপ শিরোপা জিততে যাচ্ছে আর্জেন্টিনা- এমনটাই মনে করেন দলের তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।
কোপার ফাইনাল জিতে ডি মারিয়া বললেন, ‘আমি আমার বাচ্চা, স্ত্রী, বাবা-মা এবং যারা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে তাদেরকে এই শিরোপা উৎসর্গ করছি। শিগগিরই একটি বিশ্বকাপ আসবে আর্জেন্টিনার ঘরে। এটা দিনের আলোর মতোই পরিষ্কার।’
ম্যাচ শেষে গোলটি সম্পর্কে ডি মারিয়া বলেছেন, ‘আমরা অনেকদিন ধরে এই স্বপ্ন দেখছি। এটা অর্জনে অনেক লড়াই করেছি। রদ্রিগো ডি পল আমাকে পারফেক্ট পাস দিয়েছে।
সোনালীনিউজ/এআর