ঢাকা: ইউরোর পর কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো গোল্ডেন বুট পেয়েও ইউরোর সেরা একাদশে স্থান পাননি। তবে অবধারিতভাবেই কোপা আমেরিকার সেরা একাদশে স্থান পেয়েছেন লিওনেল মেসি ও নেইমার। একাদশে মেসিসহ চার আর্জেন্টাইন স্থান পেয়েছেন।
আলবিসেলেস্তেদের ফাইনালে ওঠানোর নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আছেন একাদশে। এই দুইজনের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সদ্য অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া এই ফুটবলারের কোপার পারফরম্যান্স বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া আছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। যদিও ইনজুরির কারণে টুর্নামেন্টের অর্ধেক সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
আর্জেন্টিনার চার ফুটবলারের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ব্রাজিলের তিনজন। ডিফেন্ডার মার্কুইনহোস, মিডফিল্ডার ক্যাসেমিরো ও নেইমার জুনিয়রকে রাখা হয়েছে এই একাদশে।
এছাড়া কলম্বিয়া, পেরু, চিলি ও ইকুয়েডরের একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন একাদশে।
কোপা আমেরিকার সেরা একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
ইসলা (চিলি), রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনিস (ব্রাজিল), পারভিস এস্তুপিয়ান (ইকুয়েডর);।
ইউতোন (পেরু), ক্যাসেমিরো (ব্রাজিল), ডি পল (আর্জেন্টিনা)।
দিয়াজ (কলম্বিয়া), নেইমার (ব্রাজিল), মেসি (আর্জেন্টিনা)।
সোনালীনিউজ/এআর