ঢাকা: ভারতের তারকা ক্রিকেটার কোহলি কিংবা ধোনি, কেউই উচ্চশিক্ষিত নন। উচ্চশিক্ষিতের তালিকায় আছেন সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়রা।
ক্রিকেটারদের স্ত্রীরা আবার বেশিরভআগই উচ্চশিক্ষিত। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি হোটেল ম্যানেজমেন্ট পড়েছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ঔরঙ্গাবাদে পড়াশোনা করেন তিনি।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি আছে আনুষ্কার।
রিতিকা সজদেহ বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে। স্নাতক পাস রিতিকা স্পোর্টস ইভেন্ট ম্যানেজার ছিলেন। ভাই বান্টি সজদেহের সঙ্গে ব্যবসা শুরু করেন তিনি। সেখান থেকেই রোহিতের সঙ্গে তার আলাপ।
শচিন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি পেশায় চিকিৎসক। শচিনের সঙ্গে তার প্রথম দেখা মুম্বাই এয়ারপোর্টে। তখন তিনি মেডিকেলের ছাত্রী ছিলেন।
সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। লরেটো কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক তিনি।
সুরেশ রায়নার স্ত্রী বি টেক পড়েছেন। উইপ্রো, অ্যাকসেঞ্চারের মত কোম্পানিতে চাকরি করেছেন তিনি।
সোনালীনিউজ/এআর