রিয়ালের সুখের সংসারে আগুন!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৭:২০ পিএম

ঢাকা: এ যেন সুখের সংসারে আগুন! রিয়াল মাদ্রিদের সের্হিও রামোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষণভাগ সামলাতেন ফরাসি সেন্টারব্যাক রাফায়েল ভারান। বিশ্বকাপজয়ী এই সেন্টারব্যাক নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। রামোসের বিদায়ে ভারানের কাঁধেই রিয়ালের রক্ষণভাগের মূল নেতা হওয়ার দায়িত্ব ছিল। কিন্তু সে দায়িত্ব এড়িয়ে এখন ভারান নিজেও ক্লাব বদল করতে চাইছেন বলে শোনা যাচ্ছে। 

রিয়ালের সঙ্গে ভারানের চলতি চুক্তি শেষ হবে আগামী বছরের জুনে। চুক্তির বেশিদিন বাকি নেই। এ অবস্থায় ভারানকে নতুন চুক্তির আওতায় বহুদিন ধরেই আনতে চাইছে রিয়াল। কিন্তু ভারান নিজেই রিয়ালে থাকতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। রিয়ালের হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন ভারান, জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এ অবস্থায় ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ চাইছেন ২৮ বছর বয়সী সেন্টারব্যাক। সেই লক্ষ্যেই হয়তো রিয়ালে থাকতে চাইছেন না ভারান!

এদিকে বিশ্বস্ত ফরাসি সাংবাদিক মুহামেদ বুহাফসি জানিয়েছেন, ইউনাইটেডের সঙ্গে ভারানের চুক্তির সবকিছুই প্রায় চূড়ান্ত। বাকি আছে শুধু রিয়ালের রাজি হওয়া। স্প্যানিশ রেডিও এল ত্রানসিস্তরও একই খবর দিয়েছে।

মজার ব্যাপার হলো, ফরাসি ক্লাব লেঁস থেকে ভারান ২০১১ সালে যখন রিয়ালে নাম লেখান, তখন ম্যানচেস্টার ইউনাইটেডও তার ব্যাপারে আগ্রহী ছিল। এমনকি ভারান ইউনাইটেডে যাবেন, এটাই তখন মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু রিয়ালে তখন বিশেষ পরামর্শকের ভূমিকায় থাকা জিনেদিন জিদানের কারণে সেটি সম্ভব হয়নি। এক দশক পর ভারানকে পাওয়ার স্বপ্ন পূরণ হয় কি না ম্যানচেস্টার ইউনাইটেডের সেটাই এখন দেখার বিষয়।  

সোনালীনিউজ/এআর