ঐতিহাসিক সিরিজ জয়ে দাপুটে বাংলাদেশ, বিধ্বস্ত অস্ট্রেলিয়া

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১০:৪৮ পিএম

ঢাকা : অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার টানা হ্যাটট্রিক জয়। প্রথমবারের মতো সিরিজ জয়। ক্রিকেটে এক নতুন ইতিহাসের অধ্যায় সৃষ্টি করল টাইগাররা। এই জয়ে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করল টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ১০ রানে হারিয়েছে মাহমুদউল্লাহর দল। 

অজিদের বিপক্ষে এক ম্যাচ যেতাই যেখানে স্বপ্ন ছিল, সেখানে টানা তিন ম্যাচ তাদেরকে হারিয়ে সিরিজ জয়। নিশ্চিতভাবেই ঐতিহাসিক এই সিরিজ স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। সিরিজ বাঁচাতে বাংলাদেশের বেধে দেওয়া ১২৮ রানের লক্ষ্যও টপকাতে পারল না অজিরা। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেছে ১১৭ রানেই।

আজও অজিদের জন্য ব্যাট হাতে লড়েছে মিচেল মার্শ। শেষ দিকে এসে রান-বলের ব্যবধান বাড়ার চাপ কমাতে শট খেলতে গিয়ে বিদায় নেন মিচেল মার্শ, ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে তুলে মেরেছিলেন। লং-অফ থেকে ছুটে এসে ক্যাচ নিয়েছেন মোহাম্মদ নাঈম। ৫১ রানে ফিরেন মার্শ। এদিকে মেকডেরমট ৪১ বলে ৩৫ করে সাকিবের শিকার হয়ে বিদায় নেন।

এর আগে ফ্লিক করতে গিয়ে গড়বড় হয়ে গিয়েছিল ময়েজেস হেনরিকস। মিড-অনে সহজ ক্যাচ নিতে ভুল করেননি শামীম হোসেন। হেনরিকস ফিরেন দুই রান করেই। 

সিরিজে প্রথমবার পাওয়ার প্লেতে একটির বেশি উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ খুব বেশি রানও করতে দেয়নি তাদের। এদিকে আগের দুই ম্যাচে মিডল অর্ডারে খেলেছিলেন, তবে আজ ওপেনিংয়ে উঠে এসেছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। আগের দুই ম্যাচের মতো লেগসাইডের বল এবারও কাল হলো তার। 

নাসুম আহমেদের লেগসাইডের বলটা টেনে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েছেন ওয়েড, ৫ বলে ১ রান করেই। প্রথম ম্যাচে লেগসাইডের বেশ বাইরের বলে ক্যাচ দিয়েছিলেন ওয়েড। পরের ম্যাচে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মোস্তাফিজের বলে হারিয়েছিলেন লেগস্টাম্প। 

সোনালীনিউজ/এআর