১০ বা ১৯ নয়, মেসির জন্য নতুন জার্সি নম্বর ঠিক করল পিএসজি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৩:৫৩ পিএম

ঢাকা: মেসির বার্সা-বিচ্ছেদের কথা যখনই শুনেছিলেন পিএসজি তারকা নেইমার, তখন থেকেই উঠেপড়ে লেগেছেন প্রিয় বন্ধুকে নিজের ক্লাব পিএসজিতে আনার জন্য। 

মেসিকে পাশে পেতে নেইমার এতটাই উদগ্রীব যে দরকার হলে পিএসজিতে নিজের ১০ নম্বর জার্সিটাও বন্ধুকে দিয়ে দিতে রাজি তিনি। যদিও মেসি বন্ধুর এই প্রস্তাব সবিনয় প্রত্যাখ্যান করেছেন। 

কয়েক দিন আগে জানা গিয়েছিল, ১০ নয়, ১৯ নম্বর জার্সি পরে পিএসজিতে খেলবেন মেসি। এদিকে পিএসজি ১০,১৯ কোনো নম্বরই নয়। মেসিকে ৩০ নম্বর জার্সি পরার প্রস্তাব দিয়েছে পিএসজি। 

এই নম্বর পরেই বার্সায় ক্যারিয়ার শুরু করেছিলেন মেসি। পিএসজি চাইছে, সেই একই নম্বরে পিএসজির ক্যারিয়ারও শুরু হোক, ক্রীড়া সংবাদ মাধ্যম মার্কা
এ তথ্য জানিয়েছে।

পিএসজির এই প্রস্তাবে মেসি যদি রাজি হন, তাহলে আরো একটা নিয়ম অমান্য করতে হবে ফরাসি লিগকে জার্সিবিষয়ক নিয়মে স্পষ্ট বলে দেওয়া আছে, স্কোয়াডের তিন গোলকিপার পরবেন ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি। এই তিন নম্বর ছাড়া ফরাসি লিগে খেলা কোনো গোলকিপার অন্য কোনো নম্বর পরতে পারবেন না। 

যে কারণে পিএসজিতে ১ নম্বর জার্সি পরেন কোস্টা রিকার গোলকিপার কেইলর নাভাস, ১৬ নম্বর পরেন স্প্যানিশ গোলকিপার সের্হিও রিকো ও ৩০ নম্বর পরেন ফরাসি গোলকিপার আলেকসাঁদ্রে লেতেলিয়ে। মেসিকে ৩০ নম্বর জার্সি দেওয়া হলে লিগের এ নিয়ম ভাঙবে পিএসজি।

ফ্রান্সে জার্সি নিয়ে এসব নিয়ম বেশ কড়াকড়িভাবে মানা হয়। নিয়মে বলাই আছে, স্কোয়াডে খেলোয়াড় থাকবেন অন্ততপক্ষে ৩০ জন, প্রত্যেকের জন্য ১ থেকে ৩০ পর্যন্ত জার্সি নম্বর বরাদ্দ থাকবে। যে কারণে আজীবন ৪৫ নম্বর জার্সি পরে খেলা ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি মার্শেই বা নিসের হয়ে খেলার সময় ৪৫ নম্বর নেওয়ার অনুমতি পাননি, পরতেন ৯ নম্বর জার্সি।

সোনালীনিউজ/এআর