ঢাকা: নেইমারের পাশাপাশি আরো একজন খুব করে চেয়েছিলেন মেসি পিএসজিতে আসুক। তিনি আর কেউ নন মেসিরই স্বদেশী অ্যাঙ্গেল ডি মারিয়া। যার গোলেই কোপার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে ডি মারিয়া বলেন, ‘সত্যি বলতে ওর সঙ্গে খেলা খুব সহজ।
আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার।’ পিএসজি এবার দারুণ কিছু আশা করতেই পারে।
নেইমার, কিলিয়ান এমবাপ্পে, দি মারিয়া, মার্কো ভেরাত্তি, মার্কিনিওসরা তো ছিলেনই, এবার প্রথমে সার্জিও রামোস, জর্জিনিও ভাইনালডাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমিকে এনেছে পিএসজি। কদিন আগে যোগ দিয়েছেন মেসিও।
আরো পড়ুন : অমূল্য রতনকে হারানোর ব্যথা হাড়ে হাড়ে টের পাচ্ছে বার্সা
বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়নস লিগে এবার মাঠে নামার আগেই ফেবারিট পিএসজি। এমন দলে খেলতে চাইবেন যেকোনো ফুটবলার, দি মারিয়া এই বিশ্বাস থেকে বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোও হয়তো এই দলে থাকতে না পেরে মাথার চুল ছিঁড়ছেন।
আর্জেন্টাইন উইঙ্গারের ভাষায়, ‘ক্রিস্টিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান ও সংখ্যাটা অনন্য। ক্লাবে সব সময় এমন ঘটে না আর দারুণ খেলোয়াড়েরা সব সময় সেরাদের সঙ্গেই থাকতে চায়। ক্রিস্টিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা (ক্লাব) মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।’
৩৪ বছর বয়সী মেসিকে এখনো সবার ওপরে দেখছেন দি মারিয়া, ‘মেসি ভিনগ্রহের। ওকে পাথর মারলে সেটাও ও থামিয়ে দেবে। আমি ক্রিস্টিয়ানো, নেইমার, এমবাপ্পে, রুনি, ফন পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি, কিন্তু কখনো ওর মতো কাউকে দেখিনি। লিও অনন্য।’
সোনালীনিউজ/এআর