ঢাকা: যা কিছু প্রথম তাহাই অভিষেক। দীর্ঘদিনের পথচলার অবসান ঘটিয়ে পিএসজিতে চলে গেছেন লিওনেল মেসি। তাকে ছাড়া আজ প্রথম মাঠে নামতে যাচ্ছে কাতালান ক্লাবটি।
এককথায় মেসিহীন বার্সার অভিষেক হচ্ছে আজ। গত ২০ বছর ধরেই মেসি ছিলেন বার্সার অবিচ্ছেদ্য অংশ। অনেক ম্যাচেই মেসিকে ছাড়া খেলেছিল বার্সেলোনা। সেই শূন্যতা আর এই শূন্যতা এক নয়, তখন মেসি ছিলেন আর এখন নেই।
এ শূন্যত কখনো পূরণ হওয়ারও নয়। লিওনেল মেসির মতো আরেকজনকে বার্সা আর কবে পাবে, সেটি বলা যাচ্ছে না! কিন্তু শুধু মেসিকে নিয়ে পড়ে থাকতে চান না বার্সা কোচও।
মেসির আগেও বার্সা চলেছে, মেসির পরও চলবে। হয়তো শুধু কীভাবে চলবে, সেটির ধরনে পার্থক্য আসবে। মেসি-উত্তর যুগে বার্সার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হয়ে যাচ্ছে আজ। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় স্প্যানিশ লিগে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামছে বার্সেলোনা।
মেসি চলে যাওয়ার পর যাদের ওপরে সবচেয়ে বেশি ভরসা করবে, তাদের মধ্যে একজন মেম্ফিস। প্রস্তুতি ম্যাচগুলোতে ৩ গোল করেছেন ডাচ ফরোয়ার্ড! মেসি যাওয়ার পর মেসির ‘ফ্রি-রোলে’ সবচেয়ে বেশি আলো ছড়ানোর সম্ভাবনা যার, সেই গ্রিজমান অবশ্য প্রাক–মৌসুমে তিন ম্যাচে নামলেও কোনো গোল পাননি। ফিলিপে কৌতিনহো এখনো চোট কাটিয়ে পুনর্বাসনে।
৪-৩-৩ ছকে রক্ষণে খেলবেন দেস্ত, পিকে, আরাউহো ও আলবা। মাঝমাঠের কেন্দ্রে সের্হিও বুসকেতসের সঙ্গী হবেন সের্হি রবার্তো ও ডি ইয়ং। আর আক্রমণে মেম্ফিস ও গ্রিজমানের সঙ্গে খেলবেন দেমির! গোলকিপার হিসেবে থাকবেন স্টেগেন।
বার্সার সমর্থকদের জন্য সুখবর, মেম্ফিস ও গার্সিয়ার বার্সার খেলোয়াড় হিসেবে নিবন্ধন গতকাল হয়ে গেছে। আজ মাঠে নামতে তাদের কোনো ঝামেলা নেই।
সোনালীনিউজ/এআর