ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া ম্যাচগুলো।
করোনাভাইরাসের কারণে আইপিএলের ২৯ ম্যাচ হওয়ার পর অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে যায়। বাকি সেই অংশটি হতে যাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে।
এই সময়ে বাংলাদেশ দলের ব্যস্ততা নেই। তাই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে আইপিএলের জন্য অনাপত্তি পত্র দিতে সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান।
‘ইংল্যান্ড যদি আসতো তাহলে কোনও সুযোগ ছিল না। এখন যেহেতু ওরা আসছে না সেক্ষেত্রে সাকিব, মোস্তাফিজ যদি অনাপত্তি পত্রের আবেদন করলে আমরা এনওসি দেব।’
এদিকে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াশে খেলার জন্যও ডাক পেয়েছেন সাকিব। যেহেতু ওই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের, তাই সিপিএলে সাকিবের খেলার সম্ভাবনা নেই বলে জানান আকরাম খান।
আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএলের স্থগিত হওয়া ৩১টি ম্যাচ। স্থগিত হবার আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচে ৩৮ রান আর দুই উইকেট নিয়েছিলেন সাকিব। রাজস্থানের হয়ে মোস্তাফিজ সাত ম্যাচে নেন ৮টি উইকেট।
সোনালীনিউজ/এআর