ঢাকা: আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন পিএসজির স্ট্রাইকার মাউরো ইকার্দি। এতদিন গঞ্জালো হিগুয়েইন, সের্হিও আগুয়েরো, লাওতারো মার্তিনেজদের কারণে দলের আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।
সতীর্থদের চোটই আবারও জাতীয় দলের রাস্তা খুলে দিচ্ছে তার। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, এবার বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে খেলার জন্য ইন্টার মিলানের সাবেক এই অধিনায়ককে দলে ডাকতে পারেন কোচ লিওনেল স্কালোনি। সেক্ষেত্রে লিওনেল মেসি-ইকার্দিকে আবারো আক্রমণভাগের জুটি হিসেবে দেখা যাবে।
ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে আগামী মাসে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দলেই জায়গা পেতে পারেন ইকার্দি। মূল স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ ডান পায়ের চোটের সমস্যায় ভুগছেন। সের্হিও আগুয়েরো তো চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরেই চলে গেছেন।
সব মিলিয়ে মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর জন্য পছন্দের কাউকে পাচ্ছেন না স্কালোনি। আজ ওই তিন ম্যাচের জন্য দল ঘোষণা করবেন স্কালোনি, এমনটাই সম্ভাবনা।
যে কারণে ইকার্দির কপাল খুলে যেতে পারে বলে জানিয়েছে ওলে, ক্লারিন, টিওয়াইসি স্পোর্তসের মতো একাধিক আর্জেন্টাইন গণমাধ্যম। আর্জেন্টিনার জার্সিতে ইকার্দির অভিষেক ২০১৩ সালে। মাঝে দুই বিশ্বকাপ চলে গেছে, দেশকে প্রতিনিধিত্ব করতে পারেননি। গত দুই কোপা আমেরিকার দলেও ছিলেন না।
আগামী সেপ্টেম্বরের ৩, ৬ ও ১০ তারিখে যথাক্রমে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
সোনালীনিউজ/এআর