অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমের খবর ফাঁস হওয়ায় ক্ষুব্ধ ফিঞ্চ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০২:৩১ পিএম

ঢাকা: ড্রেসিং রুমের ঘটনা অভ্যন্তরীণ বিষয়, এটি কীভাবে বাইরে আসে, সেটিই বুঝতে পারছেন অজিদের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তবে ল্যাঙ্গারের কোচিং স্টাইল নিয়ে ‘হতাশাজনক’ এবং ‘তেমন ভালো নয়’—এমন সমালোচনা নিয়েও কথা বলেছেন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে ভরাডুবির পর এ নিয়ে ল্যাঙ্গার ও অস্ট্রেলিয়া দলের ম্যানেজার গ্যাভিন ডোভির সঙ্গে ঝগড়াও বেঁধেছে অজি ক্রিকেটারদের।

এই ঘটনা ল্যাঙ্গারের কোচিং স্টাইল নিয়ে আরও বেশি করে প্রশ্ন তুলেছে, জানিয়েছে সংবাদমাধ্যম। এ নিয়ে ফিঞ্চ বলেন, ‘খেলার ফল নিজেদের পক্ষে না গেলে এমন হতেই পারে যেকোনো দলে।’ 

জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন থাকার প্রভাবকেও এই কলহের নেপথ্য কারণ হিসেবে দেখছেন ফিঞ্চ, ‘জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন থাকার ক্লান্তি একটা কারণ হতে পারে। সফরে থাকলে বাইরে বের হওয়া যায় না। প্রায় ২৪ ঘণ্টাই ক্রিকেটের মধ্যে থাকতে হয়।’ গত বছর মে মাসে অস্ট্রেলিয়াকে টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছিলেন ল্যাঙ্গার। কিন্তু শেষ পাঁচটি টি-টোয়েন্টি সিরিজেই হেরেছে অস্ট্রেলিয়া। 

ভারতের কাছে গ্যাবায় টেস্ট হারের পরই অস্ট্রেলিয়ার বিরোধের খবর ছড়িয়ে পড়ে। ল্যাঙ্গারের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না খেলোয়াড়দের। তবে ড্রেসিং রুমের এই খবর বাইরে ফাঁস হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না ফিঞ্চ, ‘ভেতরের এসব খবর বাইরে ফাঁস হওয়াটা মোটেই ভালো কিছু নয়।’

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফিঞ্চ মনে করেন, টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক হার এবং দলে বিরোধের পরও শিরোপা জেতার সামর্থ্য রয়েছে অস্ট্রেলিয়ার, ‘অবশ্যই। আমাদের সেরা সামর্থ্যটুকু যে কোনো দলের চেয়েই ভালো বলে বিশ্বাস করি। আমাদের সেরা দলে কোনো ঘাটতি নেই।’ 

সোনালীনিউজ/এআর