ঢাকা: গত বছরও পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন শোয়েব মালিক। এরপর হঠাৎই দল থেকে বাদ পড়ে যান। যার কারণে বেশ কয়েকটি সিরিজেই দেখা যায়নি পাকিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
এদিকে বর্তমানে পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। তাই বিশ্বকাপের আগে মালিককে দলে ফেরানোর দাবি তুলেছিলেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।
এদিকে নতুন খবর হলো, মালিককে দলে ফেরাতে পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে আলোচনা করেছিলেন বাবর আজম। তবে ইতিবাচক কিছু পাননি পাকিস্তানের অধিনায়ক। প্রধান নির্বাচকের দাবি, মালিককে দলে ফিরিয়ে দলের লাভ হবে না। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে ফেরা হচ্ছে না মালিকের। সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান।
গত বছর নিয়মিত পাকিস্তান দলে জায়গা হলেও এবছর মাঠে নামার সুযোগ পাননি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরেও।
ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও দলে জায়গা হয়নি ৩৯ বছর বয়সি এই অলরাউন্ডারের। ইংল্যান্ডের পর পাকিস্তানের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। যেখানে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন না মালিক। এদিকে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। সূত্রে জানা গেছে ঘরের মাঠে এই দুই সিরিজেও খেলা হচ্ছে না মালিকের। তাতে পাকিস্তানের হয়ে মালিকের ক্যারিয়ার প্রায় শেষের পথেই। এদিকে পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার আশাবাদী ছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগ পাবেন। আর এই টুর্নামেন্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু এর আগেই হয়তো ইতি টানতে হচ্ছে তাকে।
সোনালীনিউজ/এআর