ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে মাঝ পথে স্থগিত হওয়া আসরটি শুরু হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। আসরের দ্বিতীয় অংশ শুরুর আগেই একের পর এক ধাক্কা খাচ্ছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস।
জফ্রা আর্চার ও বেন স্টোকসের পর আইপিএলের প্রথম আসরের শিরোপাজয়ীরা এবার পাচ্ছে না বিস্ফোরক ব্যাটসম্যান জস বাটলারকেও।
সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আইপিএলের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান। বাটলারের বদলি হিসেবে নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে দলে নেওয়ার কথা শনিবার জানিয়েছে রাজস্থান।
নিউ জিল্যান্ডের হয়ে ২৫ টি-টোয়েন্টি খেলা ফিলিপস দেশের হয়ে এই সংস্করণের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন গত নভেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে তিন অঙ্কে পা রেখে ছাপিয়ে যান তিনি কলিন মানরোর ৪৭ বলের রেকর্ড। সব টি-টোয়েন্টি মিলিয়ে মোট চারটি সেঞ্চুরি রয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে।
এদিকে, বাটলারের আগে আরও দুই ইংলিশ তারকা ক্রিকেটারকে হারায় রাজস্থান। আসর শুরুর আগেই কনুইয়ের চোটে ছিটকে যান পেসার আর্চার। আর সেরা অলরাউন্ডার স্টোকস তো অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্রামে যাওয়ায় আইপিএলে খেলছেন না।
সোনালীনিউজ/এআর