বিশ্বের সেরা ত্রয়ীর আক্রমণ নিয়ে রেইমসের গোলরক্ষকের ভয়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৭:২৮ পিএম

ঢাকা: সার্বিয়ান রেইমসের গোলকিপার ২৫ বছর বয়সী তরুণ রাইকোভিচ। গোলকিপার হিসেবে ফরাসি ফুটবলে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিব থেকে ২০১৯ সালে তিনি যোগ দেন রেইমসে। এদয়ার্দ মেন্দি চেলসিতে যাওয়ায় তার বিকল্প হিসেবে রাইকোভিচকে কিনেছে ক্লাবটি। 

এখন তার সামনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। রোববার পিএসজির হয়ে মাঠে নামছেন লিওনেল মেসি। বিকল্প কিছু না ঘটলে এই ম্যাচেই আক্রমণে দেখা যাবে মেসি, নেইমার এমবাপ্পেকে। এই ত্রিফলা আক্রমণভাগ কীভাবে সামলাবেন রাইকোভিচ। বিশ্বের সেরা এই ত্রয়ীকে গোলবঞ্চিত করতে নিশ্চয়ই অলৌকিক কিছুই করতে হবে রেইমসের গোলরক্ষককে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে এই গোলকিপার বলেছেন, ‘হ্যাঁ, এই তিন তারকাকে যদি গোলবঞ্চিত রাখতে পারি তাহলে সেটা হবে আমার জন্য অলৌকিক কিছু। এ আক্রমণ অন্য গ্রহের। এই তিন খেলোয়াড়ের জুটির বিপক্ষে প্রথম গোলকিপার হিসেবে গোলপোস্টে দাঁড়াতে কেমন লাগবে? স্বাভাবিকভাবেই বিষয়টি মোটেও স্বস্তিদায়ক হবে না। মুঠোফোনে আলাপচারিতায় রাইকোভিচের উত্তর, ‘আমরা জানি ম্যাচটা খুব কঠিন হবে। তবে মাঠে আমাদের সর্বোচ্চটা দিতে হবে।

               মেসি, নেইমার, এমবাপ্পের বিপক্ষে গোলবারের দায়িত্ব নিয়ে চিন্তিত রাইকোভিচ

সেরা তিন ত্রয়ীর কাউকে নির্দিষ্টভাবে সেরা হিসেবে বেছে নেননি রাইকোভিচ। তার চোখে, ‘তিনজনই খুব উঁচুমানের খেলোয়াড়। (রোববার) আমাকে নিজের সেরাটা ঢেলে দিতে হবে।’ তবে রাইকোভিচ একটি বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারছেন, মেসি আসায় ফ্রেন্স লিগে দর্শকসংখ্যা বাড়বে, ‘এসব তারকারা একসঙ্গে খেলায় এখন অনেকেই এই লিগটি দেখবেন।’ 

প্রায় দুই সপ্তাহ হয়ে গেল পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। সংবাদমাধ্যম জানিয়েছে, মরিসিও পচেত্তিনোর একাদশের হয়েই তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। নেইমার ফিরেছেন পর্যাপ্ত বিশ্রাম নিয়ে। অনুশীলন করেছেন ফুরফুরে মেজাজে, তার খেলার সম্ভাবনাই বেশি। এদিকে এমবাপ্পেকে নিয়ে কিছুটা সংশয় থাকলেও আক্রমণভাগে যে এই তিনজনকেই চাইবেন পিএসজি কোচ সেটি বলার অপেক্ষা রাখে না।

সোনালীনিউজ/এআর