ঢাকা: বেশ কয়েকদিন ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন চলছিল। অনেকেই ভেবেছিলেন এই তারকাকেও দলে ভেড়াবে পিএসজি।
কিন্তু সেটি হতে দিল না ম্যানচেস্টার সিটি। ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি নিশ্চিত করেছেন, সিটির সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি হয়ে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা।
এখন রোনালদোর দলবদল ফি কত হতে পারে, সেটি নিয়ে জুভেন্টাসের সঙ্গে ম্যান সিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবল এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে।
এর আগে ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো জানিয়েছিলেন, জুভেন্টাস ছাড়তে চান রোনালদো। যে কারণে সিরি আতে ক্লাবটির প্রথম ম্যাচে শুরুর একাদশের হয়েও নাকি মাঠে নামতে চাননি তিনি। এর আগে ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছিল, রোনালদোর ৩১ মিলিয়ন ইউরোর বেতনের বোঝা টানতে পারছে না জুভেন্টাস।
এর আগে ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাবটিতে পাড়ি জমান রোনালদো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ক্লাবটিতে যাওয়ার পর খুব বেশি সাফল্য পায়নি ক্লাবটি। এদিকে রোনালদোও আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মরিয়া।
সোনালীনিউজ/এআর