ঢাকা: অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে গতকাল রাতে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেই’র (পিএসজি) হয়ে রোববার দিবাগত রাতে অভিষেক হয় লিওনেল মেসির।
বিশ্বব্যাপী মেসির কোটি ভক্তের জন্যও এটা মেনে নেয়া ছিল অনেক কঠিন। কেননা বার্সেলোনা ও মেসি সবসময় ছিলেন একে অপরের পরিপূরক। গত দেড় দশক ধরে মেসি মানেই ছিলেন বার্সেলোনা।
তবে মেসি যে বার্সা ছেড়ে কোনো ভুল করেননি একথা ফুটবল ভক্তদের মনে করিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব অবশ্য আগেই চেয়েছিলেন, মেসি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজিতে যাক। তখন গুঞ্জন ওঠলেও শেষ পর্যন্ত মেসি বার্সাতেই থেকে যান।
১০ আগস্ট দুই বছরের চুক্তিতে প্যারিস সেন্ট জার্মেইনে নাম লেখান তিনি। আর্জেন্টাইন অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
পিএসজিতে যোগ দেওয়ায় মেসির সমালোচনা করেছেন ফুটবল ভক্তই। এটা ভালো লাগেনি সাকিবের কাছে। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে মাগুরার এই ক্রিকেটার বলেন, 'আরেকটি চ্যাম্পিয়নস লিগ জিততেই পিএসজিতে গিয়ে থাকতে পারেন মেসি। তার মতো খেলোয়াড়কে নিয়ে বাজে মন্তব্য করার কোনো মানে হয় না। তারপরও আমি বলবো, ওর জন্য সঠিক সিদ্ধান্ত ছিল।'
সাকিব আরো বলেন, 'মেসি নিজের ক্যারিয়ারের জন্য হয়তো আরেকটা চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। এটা হয়তো বার্সালোনার হয়ে জিততে পারবে বলে মনে করেনি। হয়তো সে চিন্তা করেছে পিএসজির হয়ে জেতা সম্ভব হবে। এজন্য দলটাকে বেছে নিয়েছে।'
সোনালীনিউজ/এআর