সাকিব-মুশফিকের ফর্মহীনতা নিয়ে যা বললেন বাশার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:২০ পিএম

ঢাকা: ব্যাট হাতে ধুঁকছেন বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে এ বিষয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাশার।

গত দুই বছরে সর্বমোট ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এ বছর ইনজুরি ও পারিবারিক কারণে নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার কঠিন শর্তের কারণে পাঁচটি, সর্বমোট এগারোটি টি-টোয়েন্টি মিস করেছেন মুশফিক। আগের দুই বছরের রেকর্ডোও মুশফিকের হয়ে কথা বলছে না। শেষ ১০ ইনিংসে ২০ গড়ে করেছেন মাত্র ১৬০! যা কিনা এই ফরম্যাটে তার ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে। 

অন্যদিকে ব্যাটিংয়ে ভালো অবস্থানে নেই আরেক ক্রিকেটার সাকিবও। এ বছরই দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২০.৮৮ গড়ে করেছেন ১৮৮ রান। বিশ্বকাপের মতো ইভেন্টের আগে দলের দুই শীর্ষ ব্যাটসম্যানের ফর্ম মাথাব্যথার কারণ হওয়ার কথা সবার।

তবে তাদের ফর্ম নিয়ে চিন্তা করতে মোটেই রাজি নন হাবিবুল বাশার। তার কারণটা দু’জনের বড় ক্রিকেটার। যে কারণে তাদের ফর্মে ফেরা নিয়ে অতোটা ভাবাচ্ছে না এই নির্বাচককে। সাকিব ও মুশফিকের ফর্ম ইস্যুতে তিনি বলেন, “আমার মনে হয় বিশ্বকাপে এসব ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগে আমাদের হাতে এখনো অনেক সময় রয়েছে। 

আপনারা যাদের নিয়ে আলাপ করছেন সাকিব, মুশফিক- তারা কিন্তু ধারাবাহিক পারফর্মার। তারা কিন্তু সবসময় বড় মঞ্চে সেরা ফর্ম নিয়েই ফিরে আসেন। আমি তাদের নিয়ে আশাবাদী। তাদের নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। আমি নিশ্চিত তারা সময়মত ভালো করবেন এবং বিশ্বকাপে তারা তাদের ফর্ম ফিরে পাবেন।”

সোনালীনিউজ/এআর