ঢাকা: তিনদিন পর সেভিয়ার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনার। ম্যাচটি স্থগিত করা হয়েছে। শুধু বার্সা-সেভিয়া ম্যাচই নয় ভিয়ারিয়াল ও আলাভেসের ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দীর্ঘ সূচির প্রভাব পড়ায় স্পেনের ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচ দুটি স্থগিতের আবেদন করেছিল লা লিগা, কিন্তু স্থগিতাদেশ না মেলায় সিএসডির দ্বারস্ত হয়েছিল লিগ কর্তৃপক্ষ।
জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার পর আগামী শুক্রবারের আগে ক্লাবে ফিরতে পারবে না ফুটবলাররা। লম্বা ভ্রমণের ক্লান্তি সামলে ২৪ ঘণ্টারও কম সময়ে শনিবার তাদের পক্ষে খেলা কষ্টকর। এই কারণে ম্যাচ স্থগিতের আবেদন করেছিল লা লিগা।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ আছে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের। এই কারণে ঘরোয়া লিগে তাদের ম্যাচ পড়েছিল শনিবার। স্থগিত ম্যাচ দুটির সূচি এখনও ঠিক হয়নি।
এদিকে চলছে আন্তর্জাতিক বিরতি, কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্ব খেলতে অনেকেই দেশে গেছেন। স্পেনে তারা ফেরার পরপরই ক্লাবের হয়ে মাঠে নামতে হতো। এই বিষয়টি মাথায় রেখেই ম্যাচ স্থগিতের আবেদন করে লিগ কর্তৃপক্ষ।
সোনালীনিউজ/এআর