এমন জয়ে কী করবে বাংলাদেশ, প্রশ্ন কিউই পেসারের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১০:০৪ পিএম

ঢাকা: মিরপুর উইকেট নিয়ে আলোচনা যেন থামছেই না। দিনে দিনে যেন এই পিচ আরো বোলিং স্বর্গ হয়ে উঠেছে। আজ চতুর্থ ম্যাচে ১৯.৩ ওভারে খেলে ৯৩ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড।

সেই রান তুলে সিরিজ জিততে বাংলাদেশেরও লেগে যায় ১৯.১ ওভার। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত বড় দলের বিপক্ষে নজরকাড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে এতে একইসাথে সমালোচনা শুনতে হয়েছে মিরপুরের উইকেট নিয়ে।

ম্যাকলেনাঘান মূলত প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রস্তুতি নিয়েও। বুধবার (৮ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তিনি এমন অভিমত ব্যক্ত করেন। সহজেই অনুমেয়- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজকে কেন্দ্র করেই এমন বার্তা ম্যাকলেনাঘানের। চতুর্থ টি-টোয়েন্টি টস জিতে করতে নেমে কিউই ব্যাটিং লাইনআপ বিপাকে পড়লে এই টুইট করেন সাবেক এই পেসার।

ম্যাকলেনাঘান লিখেছেন, ‘ঘরের মাঠে সুবিধাটার ব্যাপার আমি বুঝি। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি, এমন কন্ডিশন কীভাবে বাংলাদেশকে ভালো দল হিসেবে গড়ে তুলবে?’ এর আগে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও।

সোনালীনিউজ/এআর