চোখের জলে রেকর্ড ও শিরোপা উদযাপন মেসির

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৩:৫১ পিএম

ঢাকা: কোপা আমেরিকা জয়ের পর এই প্রথম নিজের দেশের দর্শকদের সামনে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। পরম আরাধ্য শিরোপাটা ম্যাচ শেষে দর্শকদের দেখিয়েছেন লিওনেল মেসি ও তার দল।

শিরোপা জয়ের পর বাঁধভাঙা আনন্দ উদযাপন করলেও এবারই প্রথম নিজেদের মাঠে দর্শকদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মেসিরা। যার কারণে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল মেসি। 

জাতীয় দলের হয়ে শিরোপা খরা ঘোচানো, পেলের রেকর্ড ভেঙে কনমেবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া - সবকিছু মিলিয়ে চোখের পানিটা ধরে রাখতে পারেননি মেসি।

এদিকে করোনার কারণে বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি আঘাত হেনেছে তার মধ্যে আর্জেন্টিনা অন্যতম। দেশটিতে মৃত্যু সংখ্যাই ১ লাখ ১৩ হাজারের বেশি। লম্বা সময় লকডাউনসহ জরুরী অবস্থা জারি ছিল দেশটিতে। তবে অবশেষে সে ধাক্কা অনেকটাই সামলে নিয়েছে তারা। শুক্রবার উন্মুক্ত স্টেডিয়ামে দর্শকের উপস্থিতিতে খেলেছেন লিওনেল মেসিরা।

ইতিহাসের সেরা ফুটবলার খ্যাতি পেলেও সারাজীবন কম কথা শুনতে হয়নি মেসিকে। বার্সেলোনার হয়ে যেমন খেলেন নিজের দেশের হয়ে ঠিক তেমনটা করতে পারেননা কত কথাই যে শুনতে হয়েছে এই ফুটবল জাদুকরকে।

মাঠেই সবকিছুর জবাব দিয়েছেন মেসি। বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৭৯ তে নিয়ে গেলেন তিনি। ছাড়িয়ে গেলেন ব্রাজিলের হয়ে ৭৭ গোল করা পেলেকে। কনমেবলের ইতিহাসে এত বেশি গোল আর কারো নেই।

বাছাইপর্বে বহুদিন পর নিজেদের মাঠে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। করোনার ভয় কাটিয়ে মাঠে ফিরেছিলেন দর্শকও। মেসির হ্যাটট্রিকেই ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। 

ম্যাচ শেষের সাক্ষাৎকারেও মেসির গলা দিয়ে উপচে পড়ল আবেগ। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মেসির মা, ভাই। তারাও সরাসরি সাক্ষী হয়েছেন এই ইতিহাসের। মেসি আবেগপ্রবণ হবেন না-ই বা কেন! নিজের মাঠে এই উদযাপনটা করতে পেরে মেসি নিজেও খুশি, 'মনুমেন্তালে এই রেকর্ডটা উদযাপন করতে পারছি, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মা ও ভাই স্ট্যাডে আছে, তাঁরা আমার জন্য অনেক কষ্ট করেছে। তারা আজ আমার জন্য উদযাপন করছে। আমি অনেক খুশি।'

এই রেকর্ড গড়াটা যে মেসির স্বপ্ন ছিল, সেটিও বলেছেন, 'আমি আসলেই এই মূহুর্তটা উপভোগ করতে চেয়েছি। আমি এই রেকর্ডটা নিজের করে নিতে চেয়েছি। রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখেছি। অনেক অপেক্ষার পর অবশেষে রেকর্ডটা আমার হয়েছে। অসাধারণ এক মূহুর্ত এটা।'

বর্তমানে খেলছেন কনমেবলের এমন খেলোয়াড়দের মধ্যে মেসির পেছনে সর্বোচ্চ গোলদাতার এই রেকর্ডে আরও আছেন নেইমার, যার গোল ৬৮টা। ৬৩ গোল নিয়ে আছেন উরুগুয়ের লুইস সুয়ারেজও। মেসি যেভাবে খেলছেন, তাতে আরও অনেক দিন রেকর্ডটা তার কাছেই থাকবে এটা নিশ্চিন্তে বলে দেওয়া যায়।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

সোনালীনিউজ/এআর