ম্যাচ হারের পর সাকিবকে নিয়ে যা বললেন বিরাট কোহলি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১০:৩৬ এএম

ঢাকা : আইপিএলের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন সাকিব। তিনি ৬ বলে ১ চারে ৯ রান নিয়ে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৭ বলে ৫ রান নিয়ে অপরাজিত থাকেন ইয়ান মরগান। এই জয়ে আইপিএল ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখলো কলকাতা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১১ অক্টোবর) রাতে কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে কোহলিরা। এরপর দারুণ সূচনার পরও শেষ দিকে কিছুটা খেই হারায় কলকাতা।

শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে যান সাকিব। ড্যান ক্রিস্টিয়ানের করা প্রথম বলেই স্কুপ শট খেলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান সাকিব। তাতে ৫ বলে প্রয়োজন হয় ৩ রান। পরের বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন সাকিব। তৃতীয় বলে ১ রান নেন মরগান। চতুর্থ বলে সাকিব ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এদিন ম্যাচ শেষে পরাজয় নিয়ে মূলত প্রতিপক্ষ দলের স্পিনারদের ভূমিকার কথা জানান কোহলি। বলেন, সাকিব-নারিন এবং বরুণ দারুণ বল করেছে। তারা আমাদের ব্যাটসম্যানদের খুব চাপে রেখেছিল।

কোহলি আরও বলেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি।

সোনালীনিউজ/এমটিআই