শাস্তি পেলেন লিটন ও লাহিরু কুমারা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৬:১৫ পিএম

ঢাকা : সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটির প্রথম বল থেকেই বেশ উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই বাংলাদেশি ওপেনার লিটন দাসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন লঙ্কান বোলার লাহিরু কুমারা। দুজনের মধ্য উৎতপ্তবাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিও লেগে যায়।

এই ঘটনার জন্য দুজনের শাস্তি পাওয়া অনুমিতই ছিল। অবশেষে সেটাই হলো। আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন লাহিরু কুমারা ও লিটন দাস।

আজ সোমবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আচরণবিধি ভাঙার জন্য কুমারাকে ম্যাচ ফির ২৫ শতাংশ আর লিটনকে ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে। বল হাতে আসেন কুমারা। লঙ্কান পেসারের বল ক্রিজ থেকে বেরিয়ে জায়গা বানিয়ে অফ ড্রাইভ খেলেন লিটন। কিন্তু তেমন জোর দিয়ে মারতে পারেননি। একটু লাফিয়ে উঠে ক্যাচ নিয়ে ফেলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আউট হয়ে যান লিটন।

এরপরেই ঘটে যায় ঝামেলা। লিটন যখন আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন কিছু একটা বলে বসেন কুমারা। পাল্টা জবাব দেন লিটন দাসও। দুপক্ষ থেকেই উৎতপ্ত বাক্য বিনিময় হয়।

এরপর লেগে যায় কিছুটা ধাক্কাধাক্কি। নাঈম শেখ পেছন থেকে এসে কুমারাকে ধাক্কা দিয়ে লিটনের সামনে থেকে সরতে বললেন। পরিস্থিতি উৎতপ্ত হতে দেখলে আম্পায়াররা এসে থামিয়ে দেন তিনজনকে।

সোনালীনিউজ/এমটিআই