ঢাকা : লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। আর্জেন্টাইন তারকাকে রেখেই লিগ ওয়ানে লিলের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
শুক্রবার (২৯ অক্টোবর) ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত একটায় গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পিএসজি।
এ দিন ক্লাবের ওয়েবসাইটে দেওয়া ২২ জনের দলে নেইমার, আনহেল দি মারিয়াদের সঙ্গে আছেন মেসি। ক্লাবটির টুইটারে পোস্ট করা ভিডিওতে, সতীর্থদের সঙ্গে অনুশীলনেও দেখা যায় সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে।
পেশির সমস্যায় বৃহস্পতিবার দলীয় অনুশীলনে ছিলেন না মেসি। সেদিন সংবাদ সম্মেলনে কোচ পচেত্তিনো বলেছিলেন, লিলের বিপক্ষে মেসি স্কোয়াডে থাকবেন কি-না, তা দেখতে তাকে পর্যবেক্ষণ করবেন তারা।
এই ম্যাচে কিলিয়ান এমবাপের না খেলার কথা অবশ্য আগের দিনই নিশ্চিত করেছিল পিএসজি। ওআরএল (নাক, কান বা গলা) সংক্রমণে ভুগছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও নিজের সেরাটা মেলে ধরতে পারেননি মেসি। ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে তিনটি গোল করলেও লিগ ওয়ানে চার ম্যাচ খেলে জালের দেখা পাননি।
১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে লিল।
সোনালীনিউজ/এমটিআই