বড় জয়ের চাপ নিয়ে ব্যাটিংয়ে দ. আফ্রিকা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৭:৫৪ পিএম

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের সেমিফাইনালের পথটা পরিস্কার করে রাখল অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে পয়েন্ট তালিকার দুইয়ে ফিঞ্চের দল। ইংল্যান্ড (‍+৩.১৮৩) সমান পয়েন্ট পেলেও রানরেটে অস্ট্রেলিয়ার (‍+১.২১৬) চেয়ে এগিয়ে শীর্ষে।

এখন সেমিতে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় অসাধ্য সাধন করতে হবে প্রোটিয়াদের, জিততে হবে অনেক বড় ব্যবধানে। সমীকরণ হলো, দক্ষিণ আফ্রিকাকে ৬০ রানের বেশি ব্যবধানে জিততে হবে।

শারজায় এমন এক লড়াইয়ে টসভাগ্যও সহায় হয়নি দক্ষিণ আফ্রিকার। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ফিল্ডিং নিয়েছেন, অর্থাৎ প্রোটিয়ারা আগে ব্যাটিং করবে।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি।

সোনালীনিউজ/এআর