ইনশা আল্লাহ, পাকিস্তান ফাইনালে যাবে: হেইডেন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০২:৩৭ পিএম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যাথু হেইডেন। পাক দলের খেলোয়াড়দের বেশ কাছ থেকেই পরখ করতে পারছেন তিনি। বাবর-রিজওয়ানদের সঙ্গে তার সখ্যতাও দারুণ।

এদিকে সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ের রেকর্ড নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল। পাকিস্তান দলের এমন দুর্দান্ত সাফল্যের পেছন রয়েছে ইসলাম ধর্মের নিয়ম রীতি মানা।

ধর্মের কারণেই আরও ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।- এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেন। কাল সংবাদ সম্মেলনে এ ম্যাচ ঘিরে কথা বলেন পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শ ম্যাথু হেইডেন। তার কিছু অংশ নিচে তুলে ধরা হলো।

সবার মতোই শিরোপা জেতাটা পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ। কাল এমন একটা দলের বিপক্ষে খেলব, যারা বিশ্বকাপের শিরোপা জেতার ক্ষেত্রে মানদণ্ডটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। 

তবে তাদের ক্যাবিনেটে এ শিরোপাটা নেই, ফলে এ ম্যাচে অনেক কিছুই জড়িত। জাতি হিসেবে পাকিস্তান ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তাদের জন্য। আমরা পারফর্ম করতে প্রস্তুত। শুধু সেমিফাইনাল নয়, ইনশা আল্লাহ, এরপর ফাইনালেও খেলব।

সোনালীনিউজ/এআর