ঢাকা: ফাইনালে যাওয়ার লক্ষ্যে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। টস খেলার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দুবাইয়ের পিচের হিসেবে টস যারা জিতে তারাই ম্যাচের অর্ধেক জিতে নেয়।
সেই চাপ নিয়ে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। আপাতত বাবর-রিজওয়ানের ব্যাটে সেই চাপ দেখা যায়নি। দুজনে মিলে সাবলীলভাবে রান তুলেছেন। রীতিমতো অজি বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন। পাওয়ার প্লেতে এই টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহ করেছে পাকিস্তান।
যদিও এবারের বিশ্বকাপে ৪টি অর্ধশতক করা বাবর আজম আজ আর অর্ধশতকের দেখা পাননি। বিদায় নিয়েছেন ৩৪ বলে ৩৯ রান করে। ১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে ৭১। রিজওয়ান ২৮ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছে ফখর।
মোট মিলিয়ে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান বেশ সতর্ক শরুই করেছিলেন। বাড়তি কোনো ঝুঁকি নেননি। বাবর বেশ সাচ্ছন্দ্যে ব্যাটিং করলেও রিজওয়ানকে একটু নড়বড়ে দেখা যাচ্ছে। টাইমিং মেলাতে হিমশিম খাচ্ছেন। তবে রানের চাকা সচল রেখেছেন দুজনই। বাউন্ডারিও আসছে নিয়মিত বিরতিতে। শেষ পর্যন্ত এডাম জাম্পার বল হিট করতে ওয়ার্নারের হাতে ধরা পড়েন বাবর।
সোনালীনিউজ/এআর