ঢাকা : আইসিসির গত তিনটি টুর্নামেন্টের ফাইনালিস্ট তারা, তার পরও আন্ডারডগ তকমা পিছু ছাড়ছে না কেন উইলিয়ামসনদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ বিশ্বকাপের ফাইনালের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাই বলে এই তকমা নিয়ে মোটেও চিন্তিত নন কিউই অধিনায়ক, এসব বিষয় তো আমাদের হাতে নেই।
আমরা কেবল ক্রিকেটে মনোযোগ দিতে পারি, নিজেদের খেলাটাকে আরও উন্নতি করার চেষ্টা করতে পারি। তবে বিশ্বকাপের ঠাসাঠাসি সূচি নিয়ে চিন্তিত উইলিয়ামসন।
গতকালের সংবাদ সম্মেলনে ক্লান্তি নিয়ে ঠিকই শঙ্কা প্রকাশ করেছেন তিনি, 'ভীষণ ব্যস্ত সূচিতে আমাদের খেলতে হচ্ছে। আমরা গত সাত দিনে চারটি ম্যাচ খেলেছি।
সেমিফাইনালের পর মাত্র এক দিনের ছুটি ছিল, গতকাল (শুক্রবার) থেকে আবার ট্রেনিংয়ে নামতে হয়েছে। এরপর প্রস্তুতি ভালোই হয়েছে। তবে আমি বলব, ভিন্ন ভিন্ন ভেন্যু ও ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে এই অল্প সময়ের ভেতরে মানিয়ে নেওয়াটা খুব কঠিন।
ফাইনালের আগের দিন শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে বেশি কিছু বলেননি তিনি, 'টি২০ বিশ্বকাপ জিততে পারাটা অনেক বড় অর্জন হবে। এই মুহূর্তে আমরা যেখানে আছি, সেখানে ভালো ক্রিকেট খেলার প্রতিই মনোনিবেশ করা উচিত। ফাইনাল খেলার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। আগামীকালের (আজকের) অপেক্ষায় রয়েছি।
সোনালীনিউজ/এমটিআই