ঢাকা : বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতে কিংবদন্তী সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান হলেন। বিদায়ী অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তিন মেয়াদে ৯ বছর কাজ করার পর বিদায় নিচ্ছেন অনিল কুম্বল।
বুধবার (১৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি কমিটিতে সৌরভ গাঙ্গুলিকে পুরুষদের ক্রিকেট কমিটির নবনিযুক্ত চেয়ারম্যানের বড় দায়িত্ব দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’
আর এই খবর আসার পর থেকেই সৌরভ গাঙ্গুলির ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
সৌরভ গাঙ্গুলী বর্তমানে বিসিসিআই-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কও ছিলেন।
১৯৭২ সালের 8 জুলাই জন্মগ্রহণ করা সৌরভ গাঙ্গুলীকে বেঙ্গল টাইগার, দাদা, কলকাতার প্রিন্স, দ্য গড অফ দ্য সাইড, দ্য মহারাজের মতো নামেও ডাকা হয়। যিনি পশ্চিমবঙ্গ থেকে এসে একজন মহান ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়কও হয়েছেন।
সৌরভ গাঙ্গুলি ১১৩ টেস্ট ম্যাচে ১৮৮ ইনিংস খেলে ৭২১২ রান করেন। একই সঙ্গে ৩১১টি ওয়ানডে ম্যাচে ৩০০ ইনিংস খেলেছেন ১১ হাজার ৩৬৩ রান। আইপিএলে ৫৯টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ৫৬ ইনিংসে ১৩৪৯ রান করেছেন।
ক্রিকেটকে বিদায় জানিয়েও ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলি। বর্তমানে, আইসিসি তাকে একটি বড় দায়িত্ব অর্পণ করেছে।
সোনালীনিউজ/এমএএইচ