ঢাকা : সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। ফিল্ডিং করবে বাংলাদেশ।
শনিবার (৪ ডিসেম্বর) চলতি বছরের শেষ টেস্টে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন আনা হয়েছে দলে ফিরেছেন সাকিব। অভিষেক হচ্ছে মাহমদুল হাসান জয়ের। দলে ফেরানো হয়েছে পেসার খালেদকে। ফলে বাদ পড়েছেন ইয়াসির আলী ও আবু জায়েদ রাহী।
জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ১ ঘন্টা। আমার কাছে মনে হয় আমরা যদি উপর দিকে ভাল একটা শুরু করে দিতে পারি আমাদের সবার জন্য সহজ হবে। আপনি জানেন আমাদের শক্তি হল ব্যাটিং। ব্যাটিংয়ে দুই থেকে আড়াই দিন পাঁচ-ছয় সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা খেলায় ফিরতে পারবো। অবশ্যই আমি আশাবাদী, কেউই তো ম্যাচ হারার জন্য মাঠে নামে না, আমরা অবশ্যই জেতার জন্য নামবো।’
বাংলাদেশ একাদশঃ সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
সোনালীনিউজ/এমএএইচ