রিজওয়ানকে কাছে পেতে তর সইছে না সারাহ টেইলরের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৯:৩৭ পিএম
রিজওয়ানকে কাছে পেতে তর সইছে না সারাহ টেইলরের

ঢাকা: ২০২১ সালটা স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। এক ক্যালেন্ডার ইয়ারে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের বিশ্বরেকর্ড। 

এবার নতুন এক চ্যালেঞ্জের সামনে রিজওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে এই ওপেনারকে। সাসেক্সে পাক ওপেনার রিজওয়ানকে কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড তারকা ক্রিকেটার সারাহ টেইলর। মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান ইংল্যান্ডের এই ক্রিকেটার।

রিজওয়ানের সঙ্গে দেখা করতে তর সইছে না জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সারাহ লেখেন, রিজওয়ানের কাছ থেকে শিখতে অপেক্ষা করতে পারছি না, সাসেক্সের জন্য এটা সেরা ডিল।'

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফরের খেলা শেষে ৫ এপ্রিল ইংল্যান্ডে চলে যাবেন রিজওয়ান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন পাকিস্তানি ওপেনার। সাসেক্সের হয়ে লুক রাইটের সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধবেন তিনি।

সোনালীনিউজ/এআর

AddThis Website Tools