ঢাকা : বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার কোহলি। প্রায় সময় রেকর্ড ভাঙতে দেখা যায় তাকে। এবার সোশ্যাল মিডিয়াতেও ভাঙলেন রেকর্ড। ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার তার এবং ক্রীড়াব্যক্তিত্বদের মাঝে তার উপরে কেবল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
যদিও ফর্মহীনতার কারণে সব ফরমেট থেকে অধিনায়কত্ব ছেড়েছেন। ব্যাটে নেই রান। ফর্মহীন সময়ের মধ্যে দিয়ে গেলেও বিরাট কোহলির জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক মঙ্গলবার প্রথম ভারতীয় হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ারের দেখা পেলেন।
নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘২০ কোটি শক্তিশালী। ইনস্টাগ্রামে আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
যেকোনো ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে এমন কীর্তি গড়লেন কোহলি। এই ভারতীয় ক্রিকেটারের সামনে আছেন কেবল ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।
পর্তুগিজ সুপারস্টার ৪১৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে আছেন সবার চেয়ে অনেকদূর এগিয়ে। অপরদিকে সাতটি ব্যালন ডি’অরের মালিক আর্জেন্টাইন সুপারস্টারের ইনস্টাগ্রামে ফলোয়ার আছে ৩৩৪ মিলিয়ন।
এরপরই আছেন কোহলি। যিনি প্রথম ক্রিকেটার ও ভারতীয় হিসেবে এমন কীর্তি গড়লেন। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। ইনস্টাগ্রামে নেইমারের ফলোয়ারসংখ্যা ১৭৫ মিলিয়ন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এই ফরম্যাট থেকে ভারতের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। পরে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় তার। কদিন বাদে টেস্ট অধিনায়ক হিসেবেও পদত্যাগ করেন তিনি। রোহিত শর্মা সব ধরনের ফরম্যাটের অধিনায়ক।
সম্প্রতি আইপিএলে বাজে সময় পার করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরের খেলা ইংল্যান্ডে, স্থগিত হওয়া পঞ্চম টেস্টে। করোনার কারণে এই ম্যাচ স্থগিত হওয়ার আগে কোহলির নেতৃত্বে সিরিজে ২-১ এ লিড নেয় ভারত।
সোনালীনিউজ/এমএএইচ