এশিয়া কাপে দর্শকদের মাঠে যেতে মানতে হবে যেসব বিধিনিষেধ  

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০১:১৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা : এশিয়া কাপ টি-টোয়েন্টি চার-ছক্কার লড়াইয়ে মরুর বুকে আজ শনিবার থেকে শুরু হচ্ছে। আসরের সবকটি দল নিজেদের শতভাগ দিতে মুখিয়ে রয়েছে। মাঠের খেলার পাশাপাশি দর্শকরাও নিজ দলের সমর্থনে গলা ফাটাবেন। তবে দর্শকদের মাঠে প্রবেশ নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

দুবাই পুলিশের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ‘এবারের এশিয়া কাপের ম্যাচে ক্রিকেট সমর্থকরা স্টেডিয়ামে সেলফি স্টিক, পাওয়ার ব্যাঙ্ক, রাজনৈতিক পতাকা, ব্যানার, বাইক ,স্কুটার , প্লাকার্ড ও ফ্লাশ ক্যামেরা নিয়ে যেতে পারবেন না।’

এছাড়াও স্টেডিয়ামে দর্শকদের জন্য আরও কিছু বিষয় নিষিদ্ধ করেছে দুবাই পুলিশ। এর মধ্যে রয়েছে, রিমোট কন্ট্রোল যন্ত্র, গ্লাস, পোষা প্রাণী, বেআইনি ও বিষাক্ত পদার্থ, ছাতা, ধারালো জিনিস, বাইরের খাবার, আতশবাজি এবং সিগারেট।

এশিয়া কাপে ম্যাচ শুরুর ৩ ঘন্টা আগে স্টেডিয়ামের সব গেট খোলা হবে। ৪ বছর বা তার থেকে বেশি বয়সী বাচ্চাদের টিকেট কিনতে হবে। এছাড়া পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। এলোমেলো জায়গায় পার্কিং করা যাবে না। আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ১৫তম এশিয়া কাপ।

সোনালীনিউজ/এমএএইচ