হলান্ডকে ছাড়াই লিভারপুলকে বিধ্বস্ত করল সিটি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ১২:০৯ পিএম

ঢাকা : লিভারপুলকে রীতিমতো উড়িয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ ধরে রাখল প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতে পেপ গার্দিওলার দল। যদিও মোহামেদ সালাহর গোলে শুরুতে লিড নেয় লিভারপুল। কিন্তু ইয়ুর্গেন ক্লপের দলের সেই আনন্দের রেশ বেশিক্ষণ থাকেনি।

হুলিয়ান আলভারেস, কেভিন ডে ব্রুইনে, ইলকাই গিনদোয়ান ও জ্যাক গ্রিলিশ একটি করে গোল করে সিটির দর্শকদের আনন্দে ভাসিয়েছেন।

চোট থাকায় গোলমেশিন আর্লিং হলান্ডকে ছাড়াই নেমেছিল সিটি। ১৭ মিনিটেই সালাহর গোলে পিছিয়ে পড়ার পর তাই শঙ্কা জাগাই স্বাভাবিক ছিল গার্দিওলার। কিন্তু ২৭ মিনিটেই রিয়াদ মাহরেজের দুর্দান্ত এক দৌড়ের যোগ্য পরিণতি এনে দেন আলভারেস। ম্যাচে ফিরে সমতা।

প্রথমার্ধে আরও কয়েকবার সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি সিটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই হতাশা দূর হয় তাদের। এবার গোলের সূচনা আলভারেসের মাধ্যমে। তার পাস থেকে বল পেয়ে বল নিয়ে ছোটেন মাহরেজ। তার ক্রস পড়ে ডে ব্রুইনার পায়ে। বেলজিয়ান মিডফিল্ডারের শুধু পা ছোঁয়াতে হয়েছিল।

তৃতীয় গোলে অবশ্য লিভারপুল রক্ষণেরই দায়। বক্সের মধ্যে লিভারপুল রক্ষণের অসতর্কতার সুযোগে শট নেন আলভারেস। সে শট ট্রেট আলেকজান্ডার-আরনল্ড ফেরালেও বল চলে আসে গিনদোয়ানের কাছে। ৩-১ গোলে এগিয়ে যায় সিটি। ম্যাচের বয়স তখন ৫৩ মিনিট।

পুরো ম্যাচে দুর্দান্ত খেলা জ্যাক গ্রিলিশ দিনটা পুরোপুরি নিজের করে নিতে চাইলেন এরপর। ৭৪ মিনিটে ডি ব্রুইনার সঙ্গে ওয়ান-টু করে বক্সে ঢুকে পড়ে স্লাইড করে এক শট, তাতে ৪-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫-এ নামিয়ে এনেছে সিটি। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিটি। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৪২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয় নম্বরে।

সোনালীনিউজ/এমটিআই