৮৯ বছর পর টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় বাংলাদেশের 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ১২:৫৮ পিএম

ঢাকা: মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের জয় ৫৪৬ রানে। শুধু রানের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় এটি কোনো দলের। 

৮৯ বছর পর টেস্ট ক্রিকেটে এটি সবচেয়ে বড় জয়। সেই ১৯৩৪ সালে দ্যা ওভালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও এটাও টেস্ট ক্রিকেটে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় নয়। সবচেয়ে বড় জয় ৬৭৫ রানে। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে এই ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।   

যা এখানো টেস্ট ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় জয়। মিরপুরে বাংলাদেশের কীর্তি রানের ব্যবধানে তৃতীয় স্থানে। প্রথম সেশনেই জয়ের সম্ভাবনা তৈরি হওয়াতে খেলা বাড়ানোর কথা ছিল ১৫ মিনিট। তবে আফগানিস্তান সে পর্যন্তও টিকে থাকতে পারল না। চতুর্থ দিন সকালে ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা (একজন হয়েছেন রিটায়ার্ড আউট)। 

[201362]

এ দিন আফগানিস্তান যোগ করতে পেরেছে ৭০ রান। অধিনায়ক হাশমতউল্লাহ গতকাল বাউন্সারে আঘাত পেয়ে উঠে যান, আজ তার কনকাশন বদলি হিসেবে অভিষেক হয় বহির শাহর। তবে আফগানিস্তান ম্যাচ বেশি দূর টানতে পারল না। 

এ টেস্টে ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন, জোড়া সেঞ্চুরি করেন এ বাঁহাতি। ২৬ ইনিংসের সেঞ্চুরি-খরা কাটিয়েছেন মুমিনুল হকও। আর উজ্জ্বল ছিলেন পেসাররা। প্রথম ইনিংসে খাপছাড়া মনে হলেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ছন্দে ফিরেছেন তাসকিন আহমেদ। ইবাদত-শরীফুলরা তো আলো ছড়িয়েছেন দুই ইনিংসেই। 

২০১৯ সালে একমাত্র টেস্টে চট্টগ্রামে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এ দেশের ক্রিকেটে সে হারের ক্ষত নানাভাবে বেশ দগদগে হয়ে ওঠে মাঝে মাঝেই, বিশেষ করে বোর্ডের পক্ষ থেকে সে হারের কথা মনে করিয়ে দেওয়া হয়। এবার ফিরতি টেস্টে অন্য এক বাংলাদেশকেই দেখল আফগানিস্তান। 

সোনালীনিউজ/এআর