আজ মাঠে নামছে ব্রাজিল 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০১:২২ পিএম

ঢাকা: ভিনিসিয়ুস জুনিয়রকে সমর্থন জানাতে বর্ণবাদবিরোধী দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। বর্ণবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পাওয়া স্পেনের মাটিতেই প্রথম ম্যাচটি খেলবে ব্রাজিল। 

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় আফ্রিকান দেশ গিনির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়ার পর মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ২-১ গোলে হেরেছে ব্রাজিলিয়ানরা। এবার আরেক আফ্রিকান দেশ গিনির বিপক্ষে কী করেন তারা, সেটাই দেখার বিষয়।

[201344]

অন্যদিকে গিনি আফ্রিকান নেশন্স কাপের কোয়ালিফায়ারে দুই ম্যাচ টানা জয়ের পরও মিশরের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। মিশর উঠে গেছে নেশন্স কাপে। সুতরাং, গিনিও আজ উজ্জীবিত হয়ে মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে।

তবে সবচেয়ে বড় বিষয়, এই ম্যাচে ব্রাজিলের নেতৃত্ব থাকবে ভিনিসিয়ুসের কাছে। ফিফার বর্ণবাদ বিরোধী লড়াইয়ের কমিটিতে এমনিতেই প্রধান নিয়োগ করা হয়েছে ভিনিকে। আজ বর্ণবাদের বিপক্ষে যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার মাটিতে, সেখানে কেমন সাড়া পড়ে সেটাই দেখার।

আগামী ২০ জুন পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে অন্য বর্ণবাদ বিরোধী ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।

সোনালীনিউজ/এআর