অ্যাশেজ সিরিজ

খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জবাব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৯:২৬ এএম

ঢাকা: প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৮ উইকেটে ৩৯৩ রানের জবাবে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। সফরকারীরা পিছিয়ে ৮২ রানে। 

ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি পাওয়া খাজা অপরাজিত ১২৬ রানে। উইকেটে তার সঙ্গী কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি (৫২*)। স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৮ চারে ঠিক ৫০ রান করেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান ট্রাভিস হেড।

এজবাস্টনে আজ দিনের খেলা শুরুর আগে বৃষ্টি নামে। মেঘলা আকাশের নিচে খেলা শুরু হয় ৫ মিনিট দেরিতে। সহায়ক কন্ডিশনে ইংল্যান্ডকে দ্রুত সাফল্য এনে দেন স্টুয়ার্ট ব্রড। চমৎকার বোলিংয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও শেষ পর্যন্ত পাননি সেই স্বাদ। 

তবে একটা রেকর্ডে নাম ঠিকই তুলে ফেলেছেন। ডেভিড ওয়ার্নারকে এ নিয়ে ১৫ বার আউট করলেন ব্রড, যা টেস্টে নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে বেশিবার আউট করার তালিকার শীর্ষ দশে উঠে এসেছে।

[201382]

৬৭ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে নিয়ে ইনিংস মেরামত করেন খাজা। তাদের ৮১ রানের জুটি ভাঙেন টেস্টে অবসর ভেঙে ফেরা মঈন আলী। এরপর ক্যামেরন গ্রিনকেও ফেরান এই অলরাউন্ডার।

তবে ষষ্ঠ উইকেটে ক্যারিকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন খাজা। তাদের প্রতিরোধ ভাঙার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু গড়বড় করেন জনি বেয়ারস্টো। জো রুটকে দেওয়া ক্যাচ গ্লাভসবন্দী করতে পারেননি।

এরপর দ্বিতীয় নতুন বল নিয়েই চমৎকার ইনসুইংয়ে খাজার স্টাম্প ভেঙে দেন ব্রড। কিন্তু বলটি ‘নো’ হওয়ায় বেঁচে যান অস্ট্রেলিয়ান ওপেনার।

তার অবিচ্ছিন্ন জুটি ৯১ রানের। এই দুজনের ব্যাটেই তৃতীয় দিনে লিড নেওয়ার আশায় থাকবে অস্ট্রেলিয়া।

সোনালীনিউজ/এআর