ঢাকা: লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, নিকোলাস ওটামেন্দিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে বিশ্রাম দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। গত বৃহস্পতিবার বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে মোট সাতটি পরিবর্তন আনেন স্কালোনি।
তাতেও দারুণ জয় তুলে নিল বিশ্বচ্যাম্পিয়নরা। জাকার্তায় সোমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
[201524]
প্রথমার্ধে লেয়ান্দ্রো পারেদেস চমৎকার গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ক্রিস্তিয়ান রোমেরো। কাতার বিশ্বকাপ জয়ের পর এই নিয়ে চার ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১৩টি গোল করল আর্জেন্টিনা, বিপরীতে একটিও হজম করেনি তারা।
৩৮তম মিনিটে পারেদেসের চোখধাঁধানো এক গোলে ‘ডেডলক’ ভাঙে আর্জেন্টিনা। ৩০ গজের বেশি দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন যুভেন্টাসের মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দুর্দান্ত সেভ করেন মার্টিনেজ। লম্বা থ্রো-ইন থেকে বক্সের ভেতরে একান বাগোতের হেড শেষ মুহূর্তে লাফিয়ে এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান গত বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী।
[201523]
দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লো সেলসোর কর্নারে বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন ডিফেন্ডার রোমেরো।
বাকি সময়েও যথারীতি আক্রমণে আধিপত্য ধরে রাখে সফরকারীরা। দ্বিতীয় গোলের পর গনসালেসের বদলি নামা আলেহান্দ্রো গার্নাচো যোগ করা সময়ে ভালো একটি সুযোগ পান। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের শট ফিরিয়ে ব্যবধান আর বাড়তে দেননি স্বাগতিক গোলরক্ষক।
সোনালীনিউজ/এআর