ঢাকা: আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বৃষ্টি উপেক্ষা করে মানুষ ছুটছেন কোরবানির পশু কিনতে। পশু কিনে কাকভেজা হয়ে মহাআনন্দে ফিরছেন ঘরে।
দেশের মানুষ যখন ঈদ আনন্দে সময় কাটাচ্ছেন, তখন জাতীয় ফুটবল দল বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে। আজ (বুধবার) রাতে ভারতের এই শহরে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ভুটানের বিপক্ষে।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সেমির সম্ভাবনায় দাঁড়িয়ে। বিকেলের ম্যাচে লেবাননের কাছে মালদ্বীপ হারলে রাতে ড্র করলেই চলবে জামাল ভূঁইয়াদের। তবে বাংলাদেশ দল কোনো সমীকরণ মাথায় আনছে না। তাদের একটাই লক্ষ্য-জয়।
[202015]
এই যেমন বাংলাদেশ দলের ম্যানেজার সাবেক ফুটবলার আমের খানকে সমীকরণের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমরা কোনো সমীকরণ নিয়ে ভাবছি না। আমরা ভুটানকে হারিয়েই সেমিফাইনালে উঠতে চাই। খেলোয়াড়দেরও একই কথা। সেমিফাইনাল নিশ্চিত করে আমরা ঈদের আনন্দটা বাড়াতে চাই।’
উল্লেখ্য, ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ সেমিফাইনালে খেলেছিল। এর পর কেটে গেছে ১৪ বছর। এক যুগেরও বেশি এই সময়ে অনুষ্ঠিত হয়েছে পাঁচ পাঁচটি সাফ চ্যাম্পিয়নশিপ।
এর মধ্যে ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সর্বশেষ আসরে দল পাঁচটি ছিল বলে খেলা হয়েছে লিগ ভিত্তিতে। সেমিফাইনাল ছিল না। শীর্ষ দুই দল ফাইনাল খেলেছে। ৫ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল চারে।
সোনালীনিউজ/এআর