তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঢাকা ছেড়েছে টাইগাররা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ০৪:২৯ পিএম

ঢাকা : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার (১ জুলাই) ঢাকা ছেড়েছে বাংলাদেশ। সকালে ৯.৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করে দল। আর সকাল ১০.৩০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে পৌঁছায় তারা। সেখানে পৌঁছে বাংলাদেশ দল এখন অবস্থান করছে টিম হোটেলে।

এদিন একসঙ্গে চট্টগ্রামে গেছেন মোট ১৩ ক্রিকেটার, তবে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কেননা বাঁহাতি এই ওপেনার আগেই অবস্থান করছিলেন চট্টগ্রামে। অবশ্য দলের সঙ্গে একই বহরে গিয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল নিজ শহর মাগুরা থেকে ঢাকায় পৌঁছান তিনি। একদিন না যেতেই যোগ দিলেন দলের সঙ্গে। 

[202268]

এদিকে ঢাকা বিমানবন্দর ত্যাগ করার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ইতিবাচক ফলাফলই চিন্তা করছে দল।

এদিকে সাদা বলের এই সিরিজ খেলতে আজ চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে আফগানদেরও।  আগামী ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানড ম্যাচ দিয়ে শুরু হবে সাদা বলের মাঠের লড়াই।

সোনালীনিউজ/এমটিআই