ঢাকা : কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের ১১ ঘণ্টা সফর শেষ করে এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানে তাঁকে একবার দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
তবে কলকাতায় সমর্থকদের চাপে মার্টিনেজের গাড়ির কাচ ভেঙে যায়। মার্টিনেজের জন্য আয়োজন করা নিরাপত্তা বেষ্টনী ভেঙে সমর্থকরা পৌঁছে যান তার গাড়ির কাছে। আর তাঁর চাপে ভেঙে যায় গাড়ির কাচ।
এমি সোমবার ( ৩ জুন) কলকাতায় পৌঁছালেও সেদিন তেমন গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল না। আজ মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
[202461]
সেখানেই এমিকে দেখতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। এই অনুষ্ঠানের শেষে যখন এমি বেড়িয়ে যাবেন তখন শুরু হয় বিশৃঙ্খলা। পুলিশি মার্টিনেজকে ঘিরে রাখলেও, সমর্থকদের ভিড়ে এবং ধাক্কা ধাক্কিতে তাঁর গাড়ির কাচ ভেঙ্গে যায়। বাধ্য হয়েই পুলিশের গাড়ি করে মার্টিনেজকে সেখান থেকে বের করা হয়।
সোনালীনিউজ/এমটিআই