ঢাকা : ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার প্রবীন কুমার। গতকাল মঙ্গলবার রাতে দেশটির মিরাটে একটি ট্রাক সামনে থেকে এসে ধাক্কা মারে এই পেসারের গাড়িতে। যেখানে সে সময় তার সঙ্গে গাড়িতে ছিল প্রবীনের ছেলে। এই ঘটনায় ইতোমধ্যে ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদন থেকে জানা যায়, মিরাটের পুলিশ কমিশনারের বাংলোর কাছে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বেশ জোরে আসছিল। প্রবীনের গাড়ি ঠিক দিকেই ছিল। ট্রাকটিই নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রবীনের গাড়িতে ধাক্কা মারে।
দুর্ঘটনার পরেই স্থানীয় অনেকে সেখানে যান। তারাই প্রবীন ও তার ছেলেকে গাড়ি থেকে বের করেন। তবে দুর্ঘটনা হলেও তাদের বিশেষ কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে।
[202494]
এদিকে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ট্রাকচালককে ধরেন। কিছু ক্ষণ পরে সেখানে পুলিশ এসে পৌঁছালে পুলিশের হাতে ট্রাকচালককে তারা তুলে দেন।
২০০৭ সালে ভারতের ওয়ানডে দলে অভিষেক হয়েছিল প্রবীনের। তবে বেশি দিন খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। উচ্ছৃঙ্খল জীবন তার জন্য অনেকটা দায়ী। ২০১২ সালে শেষ ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেছেন তিনি। ভারতের হয়ে ৬৮টি এক দিনের ম্যাচে ৭৭টি উইকেট নিয়েছেন প্রবীন। দেশের হয়ে মাত্র ৬টি টেস্ট খেলেছেন এই ডানহাতি পেসার। নিয়েছেন ২৭টি উইকেট। আইপিএলেও ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন প্রবীন। আরসিবি, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি।
সোনালীনিউজ/এমটিআই