আমি আপনার প্রতি কৃতজ্ঞ : তাসকিন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ০৪:১২ পিএম

ঢাকা : টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। খেলে যাচ্ছিলেন কেবল ওয়ানডে ও টেস্ট। এবার সেই দুটি থেকেও সরে দাঁড়ালেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা জানিয়ে দেন তামিম।

ওয়ানডে অধিনায়কের অবসর ঘোষণায় দলের অনেক ক্রিকেটার ব্যথিত হয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে লিখতে শুরু করেছেন। লিখেছেন পেসার তাসকিন আহমেদও। তিনি জানিয়েছেন তামিমকে মিস করবেন। পাশাপাশি তামিমের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

[202539]

ফেসবুকে তাসকিন লিখেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে জার্নিটা অনেক লম্বা। একসঙ্গের অনেক মুহূর্ত আর স্মৃতি আছে জমা। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ— আমাদের যতো ধরনের সাপোর্ট দিয়েছেন সেটা অধিনায়ক হিসেবে এবং ভাই হিসেবে দিয়েছেন। আমরা আপনাকে মিস করবো তামিম ভাই।’

সোনালীনিউজ/এমটিআই