জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৫:০৯ পিএম

ঢাকা : বাংলাদেশি বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা খেলছেন আফগানিস্তানের দুই ওপেনার। ৩৬ ওভার পার হয়ে গেলেও ইনিংসের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারেনি টাইগাররা। তবে ৩৬.১ ওভারে সাকিবের বলে এলবি হয়ে ফিরে যান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ১২৫ বলে ১৪৫ রান করেন এই ওপেনা। এর পরে এবাদতে আঘাত। ২ রান করেই ফিরে যান রহমত শাহ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২৬৩ রান। ইব্রাহিম জাদরান ৮২ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেননি অধিনায়ক লিটন দাস। বরং, আফগানিস্তানকে বেকায়দায় ফেলতে বল হাতে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।

কিন্তু আফগানদের বেকায়দায় ফেলা দূরে থাক। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানকেই আউট করতে রীতিমত ঘাম ঝরছে টাইগারদের। শুধু জুটি গড়াই নয়, মারমুখী ব্যাটিংয়ে আফগানিস্তানকে এগিয়ে নিচ্ছেন দুই ওপেনার।

উইকেট ফেলার মত খুব কঠিন কোনো বলই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, সাকিব আল হাসান কিংবা মেহেদী হাসান মিরাজরা একের পর এক বোলিং করে গেলেও আফগান ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারছিলেন না।

সোনালীনিউজ/এমএএইচ