দুই দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ 

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৯:১৭ পিএম

ঢাকা: পাকিস্তানের মাটিতে আগামী বছরের শুরুতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেটি পিছিয়ে পরবর্তী বছরে নিয়ে গেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া আগামী দুই বছরের জন্য বাবর আজমদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ২০২৪ সালে সিরিজ রয়েছে বাংলাদেশের সঙ্গে। 

তবে সিরিজটি হবে দুই দফায়, ঘরের মাঠে পাকিস্তান-বাংলাদেশ প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। পরবর্তী বছর হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই ফরম্যাটটিতে অধিক ম্যাচ খেলতে চায় বাবরের দল। ২০২৩-২৪ সালে পিসিবির এফটিপিতে মোট ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যার মধ্যে ১০টি ম্যাচই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫টি ঘরের মাঠে, বাকি ৫টি কিউইদের মাঠে অনুষ্ঠিত হবে। অন্য ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলবে পাকিস্তান। 

আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই পিসিবি সূচি সাজিয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে প্রথম দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সে সময় অনুষ্ঠিত হবে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। এরপর ২০২৫ সালের মে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে টাইগাররা আবারও দেশটিতে সফর করবে।

সংশোধিত সূচি অনুসারে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সরাসরি নিউজিল্যান্ডের বিমান ধরবে পাকিস্তান। এপ্রিলে পিএসএল শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিএসএল এখন ৩৪ দিনের টুর্নামেন্ট। রমজান মাসের কারণে পিএসএলের সূচি ১২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের বাইরে নিতে পারেনি পিসিবি।

ওই সময় আইএল টি-টোয়েন্টি লিগও পেছাতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে তারা অনুরোধ জানিয়েছে। টুর্নামেন্টটির জন্য নিজেদের লিগের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের হারাতে চায় না পিসিবি। সে কারণে আমিরাতকে ১০ দিন পর তাদের আসর শুরু করতে পরামর্শ দিয়েছে।

সোনালীনিউজ/আইএ