ইমার্জিং এশিয়া কাপ

ভারতকে রান পাহাড়ে চাপা দিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ১০:০৪ পিএম

ঢাকা: এশিয়ান ইমার্জিং কাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ৩৫২ রানের বিশাল রান তোলে পাকিস্তান ‘এ’ দল। জবাব দিতে নেমে ভালো শুরু করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলও। তবে রানের সেই পাহাড় আর টপকাতে পারল না তারা। ২২৪ রানে অলআউট হয়ে হারল ১২৮ রানের বিশাল ব্যবধানে। চ্যাম্পিয়নের তকমা জুটল পাকিস্তান ‘এ’ দলের।

৩৫৩ রানের বিশাল লক্ষ্যে ওপেনিংয়েই ৬৪ রান তুলে ফেলে ভারত। তাও ৯ ওভার শেষ হওয়ার আগেই। নবম ওভারের তৃতীয় বলে সাই সুদর্শন (২৯) ফিরলে ভাঙে জুটি। ৮০ রানের মাথায় ফেরেন ওয়ান ডাউনে নামা ব্যাটার নিকিন জোসেও। তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন ওপেনার অভিষেক শর্মা এবং অধিনায়ক যশ ধুল। ১৩২ রানের মাথায় অভিষেক (৬১) ফিরলে কোমড় ভেঙে যায় ভারতীয় ব্যাটিংয়ের।

১৯৪ রানের মধ্যেই হারিয়ে বসে ৮ উইকেট। একে একে ফিরে যান নিশান্ত সিন্ধু, যশ ধুল, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ ও হারষিত রানারা। শেষ পর্যন্ত ১০ ওভার বাকি থাকতেই সবকয়টি উইকেট হারিয়ে ২২৪ রানে অলআউট হয় ভারত।

এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তানের শুরুটা ছিল আরও দুর্দান্ত। ১২১ রানের ওপেনিং জুটি গড়েন সাইম আইয়ুব (৬৫) এবং শাহিবজাদা ফারহান (৬৫)। তবে এত ভালো শুরু পেয়ে এক পর্যায়ে ১৮৭ রান তুলতেই ৫ উইকেট হারায় দলটি। সেখান থেকে দলকে টেনে তোলেন চার নম্বরে নামা তাইব তাহির এবং সাতে নামা মুবাশির খান। তাদের ১২৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। ৩১৩ রানের মাথায় এই জুটি ভাঙলেও শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫২ রান তোলে পাকিস্তান।

সোনালীনিউজ/এম