ঢাকা: একের পর এক ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন তাসকিন আহমেদ। জাতীয় দলের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ লিগে খেলছেন তিনি।
জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলার মাঝেই আরও এক সুখবর দিলেন তাসকিন। জানালেন, এবার লঙ্কান প্রিমিয়ার লিগ থেকেও ডাক পেয়েছেন দেশের এই স্পিডস্টার।
এর আগে দুইবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ডাক পেলেও তাতে খেলা হয়নি তাসকিনের। এবার লঙ্কান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা অরার ডাক পেয়েছেন তিনি। বিষয়টি ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তাসকিন নিজেই।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ক্যাম্প চলাকালে তাসকিনকে লঙ্কান লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে কিনা তা এখনও অনিশ্চিত।
গতবছরই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডাক পেয়েছিলেন তাসকিন। পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলে ডাক পান তিনি। তবে, জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার।
[203674]
বর্তমানে তাসকিন আহমেদ ব্যস্ত আছেন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি-১০ নিয়ে। সেখানে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তিনি। শুরুটাও ছিল চোখে পড়ার মতোই। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।
চলতি বছর ৮টি-টোয়েন্টির সবগুলোতেই দারুণ বোলিং করেছেন জাতীয় দলের এই পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজসেরাও হয়েছেন তিনি। ৮ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। ইকোনমি সাতের চেয়ে কিছুটা বেশি। তাসকিনের এমন ফর্মের কারণেই বাইরের দেশগুলোতে কদর বেড়েছে তার।
তাসকিনের প্রতি আগ্রহী হওয়া ডাম্বুলা অরার এলপিএলের গত আসর মোটেই ভাল যায়নি। আসর শেষ করেছে সবার নিচে থেকে। সেকারণেই কিনা এবার বেশ আগ থেকেই দল গোছাতে শুরু করেছে তারা। এরইমাঝে ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস, লুঙ্গি এনগিডি, ধনঞ্জয় ডি সিলভার মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজটি। সবশেষে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশের তাসকিনকে।
সোনালীনিউজ/এআর