ঢাকা: লম্বা সময় ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গত কয়েক মাস ধরে সেটার চিকিৎসা চললেও পুরোপুরি সেরে ওঠছে না। তাই স্থায়ী সমাধান পেতে আস্ত্রোপচার করার কথা ভাবছিলেন ওয়ানডে অধিনায়ক। বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে তামিম ইকবাল এখন লন্ডনে আছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও আছেন তামিমের সঙ্গে।
আজ বিসিবি এক সংবাদ বিবৃতির মাধ্যমে তামিমের বর্তমান অবস্থা জানায়। সেখানে দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তামিমকে দুই দিন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘তামিম তার কোমরের ব্যথার জন্য একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে। ব্যথা সামলানোর জন্য তাকে কাল বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসাও করা হয়। সে আগামী দুই দিন পর্যবেক্ষণে থাকবে। এরপর তামিমকে দেখে পরবর্তী সময়ে কী করতে হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
[203861]
লন্ডনে ২৫ জুলাই তামিমের এমআরআই করানো হয়। এরপর কাল পিঠের নিচের অংশে ইনজেকশন দেওয়া হয়। তামিম এর আগেও এমন ব্যথানাশক ইনজেকশন দিয়ে ক্রিকেট খেলেছেন।
তবে এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে শুরু করে ৪-৫ মাস পর্যন্ত থাকে। আবার এক মাসের মধ্যেও ব্যথা ফিরে আসে। এখন তিনি কেমন অনুভব করেন, সেটিই দেখার অপেক্ষা।
কোমরের এই ব্যথা গত কয়েক বছর ধরেই তামিমকে ভোগাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ তিনি খেলেননি কোমরের চোটের কারণে।
সোনালীনিউজ/এআর