এবাদতের বিশ্বকাপ অনিশ্চিত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০১:৪১ পিএম

ঢাকা : সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন পেসার এবাদত হোসেন চৌধুরী। সেই ইনজুরি থেকে সেরে না উঠায় ছিটকে যান এবারের এশিয়া কাপ থেকে।

তবে আসন্ন বিশ্বকাপে এবাদতকে দলে পেতে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। তবে অস্ত্রোপচার করায় এবার বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে এই টাইগার পেসার।

[205827]

গত সোমবার (২৮ গাস্ট) অস্ত্রোপচারের জন্য লন্ডনে যান ইবাদত। অস্ত্রোপচারের কথা নিজেই জানিয়েছেন এবাদত। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এবাদতের সুস্থ হতে লম্বা সময় লাগবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দেশের একটি গণমাধ্যমকে বলেন, আজ ইবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হতে লম্বা সময় লাগতে পারে।’

এমটিআই