এশিয়া কাপ

৭ উইকেটে হেরে সুপার ফোর শুরু বাংলাদেশের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ১০:৩১ পিএম

ঢাকা: পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। বাংলাদেশের ১৯৩ রান ৬৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।   

এর আগে পাকিস্তানি পেসারদের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশি টপ অর্ডার। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়েছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম। এই দুই অভিজ্ঞ ব্যাটারের হাফ সেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। 

কিন্তু লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় দুইশ রানের আগেই থামে সাকিবের দল। ছোট পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন বোলাররা। বিশেষ করে পেসাররা। 

[206343]

শরিফুল ইসলাম এদিন রীতিমতো আগুন ঝরিয়েছেন। তবে জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। ইমাম উল হক-মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৬৪ রান এসেছে মুশফিক ব্যাট থেকে। তাছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন সাকিবও। জবাবে ৩৯ ওভারে বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গেছে পাকিস্তান। 

দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান এসেছে ইমামের ব্যাট থেকে। এছাড়া রিজওয়ান ৬৩ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ২৪ রানে ১ উইকেট শিকার করে সেরা বোলার শরিফুল। ৭ উইকেটের বড় হারে ফাইনালের সমীকরণ কিছুটা হলেও কঠিন করে ফেলেছে বাংলাদেশ।  

এআর