প্রথম ম্যাচেই বড় হার সাবিনাদের

  • হুমায়ন কবির | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৪:৪৫ পিএম

ঢাকা: গতকাল শুক্রবার থেকে কক্সবাজারে শুরু হয়েছে অলিম্পিক বিচ ভলিবল ২০২৪ এর বাছাইপর্ব। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। 

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে কিরগিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ নারী বিচ ভলিবল দল।

কিরগিস্তানের কাছে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাবিনার দলকে। ২-০ সেটে জয় তুলে নেয় কিরগিস্তান। প্রথম সেট ৮-২১ ও দ্বিতীয় সেট ৬-২১ সেটে হারে বাংলাদেশ। 

আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ নয়টি দেশের পুরুষ ও নারী ভলিবল দল। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

এআর